অনেক মৌলের পরিবর্তনশীল যোজনী থাকে। পরিচিত মৌলদের মধ্যে এদের অন্যতম হল কপার (Cu) ও আয়রন (Fe).
কপারের যোজনী যথাক্রমে ১ ও ২ এবং আয়রনের ২ ও ৩। উভয় মৌলের ক্ষেত্রেই ছোট যোজনী বিশিষ্ট মৌলকে আস-যৌগ ও বৃহত্তর যোজনী বিশিষ্ট যৌগকে ইক-যৌগ বলে। নিচের সারনীতে ১ যোজনী বিশিষ্ট Cu ১ যোজনী বিশিষ্ট ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। আমরা জানি অধাতু ক্লোরিন কোন ধাতব পরমাণূর সাথে যুক্ত হলে এর নামকরণে 'ক্লোরাইড' হয়। অতএব প্রথম যৌগের নাম কিউপ্রাস ক্লোরাইড। ২য় যৌগে কপারের ২। তাই যৌগের নাম কিউপ্রিক ক্লোরাইড। একইভাবে ২ যোজনী বিশিষ্ট
FeCl2 ফেরাস ক্লোরাইড এবং পরবর্তীটি ফেরাস ক্লোরাইড।
কপারের যোজনী যথাক্রমে ১ ও ২ এবং আয়রনের ২ ও ৩। উভয় মৌলের ক্ষেত্রেই ছোট যোজনী বিশিষ্ট মৌলকে আস-যৌগ ও বৃহত্তর যোজনী বিশিষ্ট যৌগকে ইক-যৌগ বলে। নিচের সারনীতে ১ যোজনী বিশিষ্ট Cu ১ যোজনী বিশিষ্ট ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। আমরা জানি অধাতু ক্লোরিন কোন ধাতব পরমাণূর সাথে যুক্ত হলে এর নামকরণে 'ক্লোরাইড' হয়। অতএব প্রথম যৌগের নাম কিউপ্রাস ক্লোরাইড। ২য় যৌগে কপারের ২। তাই যৌগের নাম কিউপ্রিক ক্লোরাইড। একইভাবে ২ যোজনী বিশিষ্ট
FeCl2 ফেরাস ক্লোরাইড এবং পরবর্তীটি ফেরাস ক্লোরাইড।
মৌল
|
যোজনী
|
সঙ্কেত
|
রাসায়নিক নাম
|
1
|
CuCl
|
কিউপ্রাস ক্লোরাইড
| |
2
|
CuCl2
|
কিউপ্রিক ক্লোরাইড
| |
2
|
FeCl2
|
ফেরাস ক্লোরাইড
| |
3
|
FeCl3
|
ফেরিক ক্লোরাইড
|
4 মন্তব্য(গুলি)
Write মন্তব্য(গুলি)কার্বন এর যোজনী ২ ও ৪ হলেও আস ও ইক ব্যবহার করা হয় না কেন?
Replyআয়রনের যোজনী 3 কিভাবে হয় ?
Replyআয়রনের যোজনী ৩ কীভাবে হয়?
Replyকিউপ্রাস কেন বলি??
Reply