২৬ ফেব্রুয়ারী, ২০১৪

আস ও ইক যৌগ

   

অনেক মৌলের পরিবর্তনশীল যোজনী থাকে। পরিচিত মৌলদের মধ্যে এদের অন্যতম হল কপার (Cu) ও আয়রন (Fe).
কপারের যোজনী যথাক্রমে ১ ও ২ এবং আয়রনের ২ ও ৩। উভয় মৌলের ক্ষেত্রেই ছোট যোজনী বিশিষ্ট মৌলকে আস-যৌগ ও বৃহত্তর যোজনী বিশিষ্ট যৌগকে ইক-যৌগ বলে। নিচের সারনীতে ১ যোজনী বিশিষ্ট Cu ১ যোজনী বিশিষ্ট ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। আমরা জানি অধাতু ক্লোরিন কোন ধাতব পরমাণূর সাথে যুক্ত হলে এর নামকরণে 'ক্লোরাইড' হয়। অতএব প্রথম যৌগের নাম কিউপ্রাস ক্লোরাইড। ২য় যৌগে কপারের ২। তাই যৌগের নাম কিউপ্রিক ক্লোরাইড। একইভাবে ২ যোজনী বিশিষ্ট
FeClফেরাস ক্লোরাইড এবং পরবর্তীটি ফেরাস ক্লোরাইড।

মৌল
যোজনী
সঙ্কেত
রাসায়নিক নাম
 Cu
1
CuCl
কিউপ্রাস ক্লোরাইড
2
CuCl2
কিউপ্রিক ক্লোরাইড
 Fe
2
FeCl2
ফেরাস ক্লোরাইড
3
FeCl3
ফেরিক ক্লোরাইড

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। অনলাইনে লেখালেখির হাতেখড়ি হলেও বর্তমানে পাই জিরো টু ইনফিনিটি, ব্যাপন ও প্যাপাইরাসসহ বেশ কিছু ম্যাগাজিন ও পত্রিকায় নিয়মিত লিখছেন। শখ ও ভবিষ্যত পেশাগত টার্গেট জ্যোতির্বিদ্যা ও কোয়ান্টাম গ্র্যাভিটি নিয়ে গবেষণা। বিশ্ব ডট কমের কন্ট্রিবিউটর, সম্পাদক ও প্রকাশক।

4 মন্তব্য(গুলি)

Write মন্তব্য(গুলি)
Unknown
AUTHOR
১০ আগস্ট, ২০২০ এ ২:৫১ PM delete

কার্বন এর যোজনী ২ ও ৪ হলেও আস ও ইক ব্যবহার করা হয় না কেন?

Reply
avatar
Unknown
AUTHOR
২৮ আগস্ট, ২০২০ এ ১১:৪৭ AM delete

আয়রনের যোজনী 3 কিভাবে হয় ?

Reply
avatar
নামহীন
AUTHOR
২১ ডিসেম্বর, ২০২০ এ ৮:০০ PM delete

আয়রনের যোজনী ৩ কীভাবে হয়?

Reply
avatar
নামহীন
AUTHOR
১২ মার্চ, ২০২৩ এ ৭:০৮ AM delete

কিউপ্রাস কেন বলি??

Reply
avatar