মৌলিক পদার্থগুলোর প্রতিক সাধারণত এর ইংরেজি নামের আদ্যক্ষর বা প্রথম অক্ষরকে বড় হাতের হরফে লেখার পর পরবর্তী গুরুত্বপূর্ণ অক্ষরকে ছোট হাতের হরফে লিখে প্রকাশ করা হয়। তবে বেশ কছু মৌলের প্রতিক সরাসরি এর ল্যাটিন নাম থেকে বানানো হয়েছে। যেমন সোডিয়াম, পটাসিয়াম, লেড, আয়রন ইত্যাদি। এখানে আমরা এ ধরণের মৌলগুলোর ল্যাটিন নাম ও প্রতিক দেখব।
মৌলের নাম | ল্যাটিন নাম | প্রতিক |
Antimony (অ্যান্টিমনি) | Stibium | Sb |
Copper (কপার=তামা) | Cuprum | Cu |
Gold (গোল্ড=সোনা) | Aurum | Au |
Iron (আয়রন=লৌহ) | Ferrum | Fe |
Lead (লেড=সীসা) | Plumbum | Pb |
Mercury (মারকারি=পারদ) | Hydragyrum | Hg |
Potassium (পটাসিয়াম) | Kalium | K |
Silver (সিলভার=রূপা) | Argentum | Ag |
Sodium (সোডিয়াম) | Natrium | Na |
Tin (টিন) | Stannum | Sn |
Tungsten (টাংস্টেন) | Wolfram | W |
11 মন্তব্য(গুলি)
Write মন্তব্য(গুলি)খুব ভাল হয়েসে।
Replyসালফারের অারেক নাম থায়ো। থায়ো কোনো ভাষা?
Replyসালফারের অারেক নাম থায়ো। থায়ো কোনো ভাষা?
Replyধন্যবাদ,,,
ReplySilver এর নামটার জন্য অনেক পস্তাতে হয়েছে...
সেটা ভাইয়ার মাধ্যমে পেয়ে গেছি...
ভাইয়াকে দেখার ও সখ ছিলো...
সেটাও হয়ে গেলো...
ভাইয়ার নাম পড়া হয় ব্যাপনের নিয়মিত পাঠক হওয়ার কারনে...
সেই কারনেই এতো উদগ্রীবতা ছিলো...😍😍😍
Thank you
Replyএই পর্যন্ত কতটি মৌলের প্রতীক ইংরেজি ভাষা থেকে নেওয়া হয়েছে?
Replyবড় উপকার হলো
Reply��������������☺☺☺☺☺☺����
ReplyAro valo hoya dirkar
Replyমাশাআল্লাহ।
Replyজেনে উপকৃত হলাম
Reply