অক্টোপাস ছাড়াও স্কুইড এবং কাটলফিশও (এরা সবাই Cephalopod শ্রেণীর প্রাণী) দেহের রং বদলাতে দক্ষ। রঙ বদলানোর মাধ্যমে এরা শিকারকে চমকে দিয়ে ফাঁকি দেয়।
এদের ত্বকে ক্রোমাটোফোর (chromatophore) নামক বিশেষ রঞ্জক কোষ থাকে। এই কোষের আকার পরিবর্তনের মাধ্যমে এরা দেহের রং ও কাঠামো দুইই বদলিয়ে ফেলে। ক্রোমাটোফোর স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত থাকে। পেশীর সংকোচনের মাধ্যমে এই কোষের আকার (Size) নির্ণীত হয়।
এই Cephalopod প্রাণীদের আরও রয়েছে বেশ সুগঠিত চোখ যার দ্বারা এরা আলোর বর্ণ ও তীব্রতা ধরতে পারে। তাদের এই প্রখর দৃষ্টিশক্তি ও ক্রোমাটোফোর কাজে লাগিয়ে তারা এমন রঙের কাঠামো তৈরি করে যা নিম্নবর্তী সাগরতলের সাথে মিলে যায়।
এদের ত্বকে ক্রোমাটোফোর (chromatophore) নামক বিশেষ রঞ্জক কোষ থাকে। এই কোষের আকার পরিবর্তনের মাধ্যমে এরা দেহের রং ও কাঠামো দুইই বদলিয়ে ফেলে। ক্রোমাটোফোর স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত থাকে। পেশীর সংকোচনের মাধ্যমে এই কোষের আকার (Size) নির্ণীত হয়।
এই Cephalopod প্রাণীদের আরও রয়েছে বেশ সুগঠিত চোখ যার দ্বারা এরা আলোর বর্ণ ও তীব্রতা ধরতে পারে। তাদের এই প্রখর দৃষ্টিশক্তি ও ক্রোমাটোফোর কাজে লাগিয়ে তারা এমন রঙের কাঠামো তৈরি করে যা নিম্নবর্তী সাগরতলের সাথে মিলে যায়।