১ এর পরে ৫টি শুন্য দিলে এক লাখ, ৬টি দিলে ১০ লাখ বা ১ মিলিয়ন হয়। ৯টি শুন্য দিলে হয় ১ বিলিয়ন বা ১০০ কোটি। কিন্তু আরো বেশি দিলে? সেটাই জেনে নিই, চলুন। উল্লেখ্য, আগে সংখ্যা পদ্ধতির ব্রিটিশ ও আমেরিকান নিয়ম ভিন্ন ছিল। যেমন, আগে বিলিয়ন বলতে ব্রিটিশরা বুঝত 1012। কিন্তু, বর্তমানে ওরাও আমেরিকানদের পথে চলছে।
১ মিলিয়ন = 106 । অর্থ্যাৎ, ১ এর পরে ৬ খানা শুন্য।
১ বিলিয়ন = 109
১ ট্রিলিয়ন =1012
১ সেপ্টিলিয়ন = ১ এর পরে ২৪টি শুন্য |
১ বিলিয়ন = 109
১ ট্রিলিয়ন =1012
১ কোয়াড্রিলিয়ন = 1015
১ কুইন্টিলিয়ন = 1018
১ সেক্সটিলিয়ন = 1021
১ সেপ্টিলিয়ন = 1024
১ অক্টিলিয়ন = 1027
১ ননিলিয়ন = 1030
১ ডেসিলিয়ন = 1033
১ উনডেসিলিয়ন = 1036
---------------------
১ ভিজিন্টিলিয়ন = 1063
১ সেন্টিলিয়ন = 10303
১ গুগোল (Googol) = 10100
১ গুগোলপ্লেক্স (Googolplex) = 10Googol (1010100)
আরো বেশি বেশি দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
সূত্রঃ
১। ইংরেজি উইকিপিডিয়াঃ বড় বড় সংখ্যাদের নাম
1 মন্তব্য(গুলি):
Write মন্তব্য(গুলি)বা: খুব দারুন একটা বিষয় শিখলাম । https://wp.me/p9DBol-mX
Reply