২ জুন, ২০১৪

কোন ফলে কোন এসিড থাকে ?

   

কোন ফলে কোন এসিড থাকে তার একটি তালিকা।

ফল

এসিড

আপেল ম্যালিক, কুইনিক, এ-কেটোগ্লুটারিক, অক্সালিক, সাইট্রিক, পাইরুভিক, ফিউমারিক, ল্যাকটিক ও সাক্সিনিক এসিড।
কলা ম্যালিক, সাইট্রিক, টারটারিক ও কিছু পরিমান অ্যাসিটিক ও ফরমিক এসিড
কালো জাম আইসো-সাইট্রিক, ম্যালিক, ল্যাক্টো-আইসোসাইট্রিক, শাইকিমিক, কুইনিক এবং সামান্য পরিমান অ্যাসিটিক ও অক্সালিক এসিড।
বুনো আপেল ম্যালিক এসিড
কিশমিশ (Currants) সাইট্রিক, টারটারিক, ম্যালিক ও সাক্সিনিক এসিড
ডুমুর সাইট্রিক, ম্যালিক ও অ্যাসিটিক এসিড
আঙ্গুর ম্যালিক, টারটারিক, সাইট্রিক ও অক্সালিক এসিড
লেবু ম্যালিক, টারটারিক, সাইট্রিক ও অক্সালিক এসিড
কমলা সাইট্রিক, ম্যালিক এবং অক্সালিক এসিড
আনারস সাইট্রিক ও ম্যালিক এসিড
স্ট্রবেরি সাইট্রিক, ম্যালিক, শাইকিমিক, সাক্সিনিক।

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। অনলাইনে লেখালেখির হাতেখড়ি হলেও বর্তমানে পাই জিরো টু ইনফিনিটি, ব্যাপন ও প্যাপাইরাসসহ বেশ কিছু ম্যাগাজিন ও পত্রিকায় নিয়মিত লিখছেন। শখ ও ভবিষ্যত পেশাগত টার্গেট জ্যোতির্বিদ্যা ও কোয়ান্টাম গ্র্যাভিটি নিয়ে গবেষণা। বিশ্ব ডট কমের কন্ট্রিবিউটর, সম্পাদক ও প্রকাশক।

3 মন্তব্য(গুলি)

Write মন্তব্য(গুলি)
Unknown
AUTHOR
৯ আগস্ট, ২০১৮ এ ১১:২৯ PM delete

vai amio likty chai.akon ami ki korty pari akto bolben plz??

Reply
avatar
নামহীন
AUTHOR
১৬ মে, ২০২২ এ ৪:৩৮ PM delete

ভুল ভাল লিখনি বন্ধ কর ও মিয়া?

Reply
avatar